MrJazsohanisharma

বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবেন কি ভাবে

 

bkash to rocket money transfer,বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম ২০২২


পোস্ট সূচিপএঃ

বিকাশ টু রকেট এটা কবে চালু হবে :- 

এটা মূলত আগামী রবিবার চালু হবে অর্থাৎ ০৬/ ১১/ ২০২২ সালে চালু হবে

বিকাশ নগদ রকেটে নতুন আপডেট :-

আপডেটটার নাম হচ্ছে বিনিময় আর এই বিনিময়ের মাধ্যমে আপনারা  নগদ থেকে রকেট রকেট থেকে বিকাশে এবং আপনারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং লেনদেন করতে ও পারবেন এবং এই বিনিময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন 

বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা পাঠাবেন :-

বিকাশ থেকে রকেট টাকা পাঠানো চালু হয়েছে এটা আমাদের জন্য সুখবর । বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম হচ্ছে - বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো, এটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে টান্সফার করা জাবে । আপনি খুব সহজেই বিকাশ থেকে রকেটে টাকা প্রেরন করতে পারবেন। খুব  তাড়াতাড়ি এটা চালু হবে ইনশাল্লাহ । 

আমাদের অনেক সময় এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। সে জন্য এই আপডেটটা আমাদের জন্য সুখবরে - আপনিও চাইলে এখন বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন । 

কি কি ব্যাংকের সাথে লেনদেন করা যাবে :-

বিকাশ থেকে রকেটে, টাকা যাবে নিমেষে। এমন দিন শিগগির আসছে। শুধু বিকাশ-রকেটের মতো মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) নয়, যেকোনো ব্যাংক থেকে এমএফএসে বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তরের সুযোগ চালু হচ্ছে। এ জন্য ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি), যা বিনিময় নামে পরিচিত হবে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে । 

ভ্যাট এবং ট্যাক্স খরচ কত টাকা :

আপাতত টাকা স্থানান্তরে গ্রাহকদের কোনো মাশুল গুনতে হবে না। পরবর্তী সময়ে এই সেবার মাশুল নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। তবে সরকারি সেবা হওয়ায় মাশুল হবে কম। আর সেবাপ্রতিষ্ঠানগুলো মাশুল নিলেও আইডিটিপি কোনো খরচ নেবে না। 

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Deal